পাকিস্তানী কার্যকলাপ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবর নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাছাড়াও দেশের সেনাবাহিনী সমর্থনে গলা বারবার তুলেছিলেন তিনি।
তৃতীয় লিঙ্গের মানুষদের ন্যায়বিচার ও সমানাধিকারের দাবিতে তিনি শাড়িও পরেছিলেন। ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া পুলওয়ামা হামলার প্রতিবাদেও সরব হয়েছিলেন। এবারেও ১০০ জন মৃত সেনার সন্তানদের দায়িত্ব নিল তাঁর এনজিও।
প্রাক্তন ক্রিকেটার টুইট করে জানিয়েছেন, “এই সকল দেবদূতদের মুখে হাসি ফোটানো আমার জীবনের সব থেকে বড় জয়। ধন্যবাদ জিজি ফাউন্ডেশন ১০০ জন শহিদ সেনার সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানর জন্য। এই সকল শিশুদের পিতারা দেশের জন্য তাদের জীবন দান করেছেন আর এখন আমাদের সময় এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর। তাঁর জিজি ফাউন্ডেশন এই ১০০ জন শিশুদের শিক্ষা সহ সকল বিষয়ের দায়িত্ব নেবে।”
এছাড়াও তাঁর এই এনজিওর লক্ষ পিছিয়ে থাকা নাবালিকা মেয়েদের অর্থ-সামাজিকভাবে উন্নতি করা এবং তাদের পুষ্টি, সঠিক খাওয়া দাওয়া দিয়ে ও শিক্ষা সম্পূর্ণ করার উৎসাহ দিয়ে। প্রাক্তন এই ক্রিকেটার বিজেপির হয়ে নির্বাচনে পূর্ব দিল্লি থেকে প্রায় ৩ লাখ ভোটে জয়লাভ করেন।
গৌতম গম্ভীর ভারতের হয়ে ১৪৭ টি ওডিআই,৫৮ টি টেস্ট ও ৩৭ টি টি ২০ ম্যাচ খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে ৯০০০ বেশী রান করেছিলেন। এছাড়াও ২০১১ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে তিনি প্রধান কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন। তাঁর ব্যাটিংয়ে ভোর করেই ২৮ বছর পর আবার ও বিশ্বকাপ এসেছিল ভারতের দখলে।