স্টাফ রিপোর্টার, কলকাতা: একশোটি যুদ্ধজাহাজ বানিয়ে ফেললো গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থা। দেশের অন্যতম জাহাজ বন্দর এবং জাহাজ প্রস্তুতকারী সংস্থা যাত্রা শুরু করেছিল ১৯৬১ সালে। যে সংস্থা একসময় একটি রণতরী এম কে – ১ তৈরি করেছিল, সেই সংস্থাই দিনেদিনে ভারতীয় নৌসেনার জন্য ১০০ টি জাহাজ বানিয়ে ফেলেছে।
সোমবার বিশাখাপত্তনমে যে জাহাজটি জলে নেমেছে, তা ল্যান্ডিং ক্লাস উটিলিটি (এল সি ইউ) নামে পরিচিত। যে আটটি জাহাজ তৈরি হবে তার মধ্যেই এটি ষষ্ঠ। উদ্বোধনে উপস্থিত ছিলেন নৌসেনার ইস্টার্ন কমান্ডার ভাইস এডমিরাল অতুল কুমার জৈন।
শেষ ৬ দশক ধরে ভারতীয়ই নৌসেনা এবং কোস্ট গার্ডের জন্য জাহাজ, ভেসেল তৈরি করছে এই সংস্থা। সাবমেরিন ধ্বংসকারী জাহাজ থেকে শুরু করে ভাসমান ট্যাংক – গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে অনেককিছুই তৈরি হয়েছে যা ভারতের অন্য কোনো জাহাজ কারখানায় তৈরি হয়নি।
জুন ২০১৭ থেকে মার্চ ২০১৯ – এই ২২ মাসে ৮টি জাহাজ তৈরি করেছে এই সংস্থা। ভারত সরকারের বিজ্ঞান এবং শিল্প গবেষণা মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে ছাড়পত্র দেয়।