গরবা অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছিল মুসলিম যুবকদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের পর তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল শিবরাজ সিং চৌহান সরকার। মধ্য প্রদেশের মন্দসুর জেলার সীতামাও থানার সুরজনী গ্রামের ঘটনা।
২ অক্টোবর রাতে ওই গ্রামে গরবা নাচের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই হামলা করে একদল মুসলিম যুবক। অনুষ্ঠানে আসা হিন্দুদের ব্যাপক মারধর করে। তারপর ছোঁড়ে পাথর। তাঁদের ছোঁড়া পাথরে বেশ কয়েকজন জখম হন।
আয়োজকরা লিখিত অভিযোগ জানান থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মোট ১৯ জনকে গ্রেফতার করে। তদন্তে দেখা যায় যে ধৃতদের মধ্যে সলমান খান, সোহেল খান এবং রইস খানের পৈতৃক বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। সে কথা প্রশাসনকে জানানো হয় পুলিশের তরফে। তারপরই ওই বেআইনি বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
৪ অক্টোবর ওই বাড়িগুলিতে প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়। তারপরই বৃহস্পতিবার প্রশাসনের কর্তারা এবং স্থানীয় পুলিশ বুলডোজার নিয়ে পৌঁছে যায়। ভেঙে দেওয়া হয় তিনটি বেআইনি বাড়ি। পুলিশের কথায়, আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে।