রাষ্ট্রপতি থেকে উপ-রাষ্ট্রপতি, বাবা রামদেব থেকে রবিশঙ্কর প্রসাদ-আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগাসন করলেন বিশিষ্টরা। সপ্তম আন্তর্জিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে যোগাসন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন সকালেই যোগাসন করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, যোগাসন করেছেন উপ-রাষ্ট্রপতির জায়া উষাদেবীও। উপ-রাষ্ট্রপতি বলেছেন, “আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।”
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে, হরিদ্বারের নিৰ্মায়াম যোগগ্রাম গ্রামে যোগাসন করেছেন যোগগুরু বাবা রামদেব। আচার্য্য বালকৃষ্ণও এদিন যোগাসন করেছেন। এদিন সকালে দিল্লির বাসভবনে যোগাসন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লির বাড়িতেই যোগাসন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। লালকেল্লা চত্বরে যোগাসন করেছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। পাটনায় যোগাসন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।দিল্লির মহারাজা অগ্রসেন পার্কে যোগব্যায়াম করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। নাগপুরে যোগাসন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। চন্ডীগড়ে যোগাসন করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। বেঙ্গালুরুতে যোগব্যায়াম করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর।
2021-06-21