সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে চলতি মাসের ১২-তে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। এই যোজনায় আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট কোনও কন্যা সন্তানের নামে খোলা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাচুরিটির শেষে আপনি পেতে পারেন ৭৩ লক্ষ টাকা। আসুন এই অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রয়োজন, কীভাবে টাকা পাবেন জেনে নেওয়া যাক।
কেবলমাত্র কন্যা সন্তানের নামে স্যুকন্যা সমৃদ্ধি যোজনা-তে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে কন্যা সন্তানের বয়স হতে হবে কমপক্ষে ২ বছর ও সর্বোচ্চ ১০ বছর। অ্যাকাউন্ট খুলতে অবশ্যই কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট থাকতে হবে। সাধারণ নিয়মে কোনও পরিবারে সর্বাধিক ২ জনের নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। একজনের নামে একটি খোলা হয়ে থাকে। তাই দুই জনের হলে দুটি অ্যাকাউন্ট খোলা যাবে।
কমপক্ষে ২৫০ টাকা জমা করে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। একজন খাতাভোগী সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা এক বছরের জন্য জমা রাখতে পারেন। যদি সর্বনিম্ন টাকা অ্যাকাউন্টে না রাখা হয়,। সেক্ষেত্রে ৫০ টাকা জরিমানা ধার্য করা হয়।
অ্যাকাউন্ট খোলার পরবর্তী ১৫ বছর টাকা জমা দিতে হবে। বর্তমান বছরে গ্রাহক তাঁর টাকার ওপরে বছরে ৮.৪ % সুদ পাবেন। তবে এই সুদ অনেক সময় পরবর্তী হয়। যেমন- ২০১৪-২০১৫ সালে এই সুদের হার ছিল ৯.১০% আবার ২০১৫-২০১৬ অর্থ বছরে এই সুদ ছিল 9.২০ %।
মনে রাখা দরকার, শিশুকন্যার নামে অ্যাকাউন্ট খোলা হলেও, এটি চালানোর দায়িত্ব থাকবে শিশুকন্যার বাবার ওপরেই। পিতার অবর্তমানে অন্য কেউ অভিভাবক হিসেবে থাকবেন। শিশুকন্যার বয়স ১৮ বছর হয়ে গেলে সে এই অ্যাকাউন্ট চালাতে পারে।
শিশুকন্যার বয়স ১৮ বছর হয়ে গেলে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া যেতে পারে জমানো টাকার অর্ধেক পরিমাণ টাকা। অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর টাকা তুলে নেওয়া যেতে পারে।
এবার আসুন দেখে নেওয়া যাক, কীভাবে আপনি ৭৩ লাখ টাকা পেতে পারেন। বর্তমানে সুদের হার ৮.৪ শতাংশ। আপনি যদি অ্যাকাউন্ট খোলার দিন থেকেই ১ লাখ ৫০ হাজার টাকা রাখেন এবং ঐ টাকা না তুলে রেখে দেন, এবং নিয়ম মেনে প্রত্যেক বছরই ঐ পরিমাণ টাকা জমা করেন, সেক্ষেত্রে ১৫ বছরের পর সুদ সমেত আপনার অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ৪৫ লাখ ৪৪ হাজার ৮২০ টাকা। অর্থাৎ প্রায় ৪৫ লাখ টাকা।
কিন্তু আপনি যদি পুরো মেয়াদ অবধি, অর্থাৎ ২১ বছর অবধি আপনার ঐ ৪৫ লাখ টাকা ব্যাঙ্কে রেখে দেন সেক্ষেত্রে আপনি ২১ বছরের শেষে মোট ম্যাচুরিটি পাবেন প্রায় ৭৩ লাখ টাকা। তাহলে আর দেরি করছেন কেন? অন্ধ্র ব্যাঙ্ক, একাহাবাদ ব্যাঙ্ক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অব ইন্ডিয়া, কানাড়া ব্যাং, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ভারতের ইউনাইটেড ব্যাংক, ভারত ইউনিয়ন ব্যাংক ইত্যাদি জায়গায় আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।