অনেকেই বলছেন এটি যুগান্তকারী সিদ্ধান্ত।
প্রায় অসম্ভব কে সম্ভব করে দেখালেন ইউনাইটেড আরব এমিরেটস (United Arab Emirates) বা U A E র যুবরাজ প্রিন্স শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান (Prince Sheikh Khalifa Bin Zayed Al Nahyan)।
খলিফা সরকারি ভাবে জানান যে এবার থেকে ইউনাইটেড আরব এমিরেটস বা U A E তে অমুসলিমদের বিয়েকেও সমান গুরুত্ব ও মান্যতা দেওয়া হবে ও এরই সাথে অমুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধে নিয়েও সরকার চিন্তা ভাবনা করবে।
আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট এর আন্ডার সেক্রেটারি ইউসুফ সায়ীদ আল অব্রি (Yusuf Sayeed Al Abri , Under Secretary, Abu Dhabi Judicial Department বা ADJD) জানান যে ইউনাইটেড আরব এমিরেটস (UAE) এ নতুন সিভিল ল (new civil law) বা আইন আনা হচ্ছে যার দৌলতে অমুসলিমদের সুযোগ সুবিধের দিকগুলি গুরুত্ব ও যত্ন সহকারে বিবেচনা করা হবে।