তিনি ছিলেন ট্যাক্সি চালক, তিনি হলেন তৃণমূল কাউন্সিলর। তাঁর এখন প্রাসাদোপম বাড়ি, তিনি দমদমের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ‘বাড়াবাড়ি’ দেখে চক্ষু চড়কগাছ সবার। এই বাড়ির খরচ প্রসঙ্গে বিরোধী দলের দাবি, এই বাড়ি বানাতে কমপক্ষে ১০ কোটি টাকা খরচ হয়েছে।
দেবাশিস বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দমদমের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। যদিও, বাত্য বসু ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা শেষ পুরসভার নির্বাচনে টিকিট পাননি। এই অবস্থায় তিনি নির্দল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পূর্বে কংগ্রেসের সদস্য থাকলেও, তৃণমূলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গ দেন। এরপরে ২০১৫ সালে তিনি দক্ষিণ দমদমের কাউন্সিলর হন এবং এরপরে পৌরপ্রধান পারিষদীয় পদ সামলান তিনি।
তারপরে, কেটে যায় ৬ বছর। এই ছয়টি বছরে তাঁর বিরুদ্ধে ওঠে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ। এই অবস্থায় দল তাঁকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়। অতঃপর, তিনি তৃণমূলের টিকিট না পাওয়ায় তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই কয়েক বছরের মাঝেই দাগা কলোনিতে দেখা যায় তাঁর তিনতলা শ্বেতশুভ্র বাড়ি ‘দেবান্তরা’। এছাড়াও, তাঁর আরও একটি পাঁচতলা বিলাশবহুল বাড়ি ‘নোলক’ -ও আছে বলে জানা গেছে।
2022-04-13