এলন মাস্ক এবার হয়ে গেলেন টুইটারের কর্তা। তিনি টুইটারকে কিনে নিলেন ৪৪ বিলিয়ন ডলারের পরিবর্তে। এটা ৪.৪০০ কোটি ডলার টাকার সমতুল্য। কিন্তু, এই অবস্থায় টুইটারের সিইও পরাগ আগারওয়াল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই সংস্থার কর্মীদের সতর্ক করেছেন যে, টুইটার এলন মাস্কের হাতে চলে যাওয়ায় এবার এই অ্যাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
টাউনহলে সংস্থায় কর্মরত আধিকারিক ও কর্মীদের একটি মিটিং-এর আয়োজন করা হয়। এই মিটিং-এই উপস্থিত থেকে টুইটারের বিক্রি হওয়া প্রসঙ্গে চিফ এগজিকিউটিভ পরাগ আগরওয়াল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “একবার চুক্তি হয়ে গেলে আমরা জানি না প্ল্যাটফর্মটি কোন দিকে যাবে।’ অন্যদিকে শোনা যাচ্ছে মাস্ক টুইটারের কর্মীদের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবেন”।
অপরদিকে, এলন মাস্ক টুইটার কেনার প্রসঙ্গে বলেন, “কথা বলার স্বাধীনতার কার্যকরী গণতন্ত্রের একটি অত্যতম ভিত্তি। টুইটার হল ডিজিয়াল টউন স্কোয়ার যেখানে মানবতার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিতর্ক হয়”। তিনি আরও বলেন, “আমি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে টুইটারের উন্নতির জন্য সর্বদাই চেষ্টা করে যাবো এবং মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করে যাবো”। সবশেষে তিনি এও জানান যে, এই সংস্থা শীঘ্রই তিনি সংস্থার আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলবেন।
2022-04-27