ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন সমিতির আজ গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক আজ সন্ধ্যে বেলায় পার্টির সদর দফতরে রাখা হয়েছে। এই বৈঠকে ১১ই এপ্রিল হওয়া প্রথম দফার ভোটে প্রার্থীর নাম নির্বাচিত হবে।
বিজেপির সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই বৈঠকে প্রথমে পশ্চিম উত্তরপ্রদেশের আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। পশ্চিম উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বাগপত, বিজনৌর, কৈরানা, সাহারানপুর, মুজফফরনগর আর মেরঠ আসনের প্রার্থী ঘোষণা করবে বিজেপি।
এই সময় নয়ডার নেতৃত্বে আছেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা আর গাজিয়াবাদের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন আর্মি চিফ ভি.কে সিং। বিজেপি এই আসন গুলোতে কিছু পুরানোদের টিকিট কেটে নতুন মুখ আনতে পারে।
বিহারের চারটি আসন ঔরঙ্গাবাদ, গোয়া, জমুই আর নাবাডা তেও প্রথম দফায় ভোট হতে চলেছে। কিন্তু বিহারে এখনো এনডিএ এর আসন রফার আধিকারিক ঘোষণা হয়নি। তাছাড়াও পশ্চিমবঙ্গের আসন গুলোর প্রার্থীর জন্য সোমবার ঘোষণা হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে রাজ্য বিজেপি।