৪২ এ ৪২ এর বদলে ২২ হয়েছে। ভোটের আগে থেকেই ভাঙতে শুরু করেছে দল। তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি এবার গেরুয়া শিবিরে যোগ দিয়ে জয় ছিনিয়ে এনেছে। আর দলের সেই ভাঙন ভোটের পর আরও বৃহদাকারে দেখা দিতে শুরু করেছে। আজই একসঙ্গে রাজ্যের ৪টি পুরসভা দখলে গেল গেরুয়া শিবিরের।
প্রথমেই তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ভাটপাড়া পৌরসভা। অর্জুন সিং এর নেতৃত্বে ভাটপাড়া পুরসভার আরো ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। ফলে পুরনো পুরো বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সহজে পুরসভা দখলের পথে এগোবে গেরুয়া শিবির।
ভাটপাড়া পৌরসভার মোট আসন সংখ্যা ৩৫। তৃণমূলের দখলে ছিল ৩৩টি। একটি ছিল সিপিএমের। ১জন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় খালি পড়েছিল ১ টি আসন। পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের নেতা অর্জুন সিং। তৃণমূলের টিকিট না পেয়ে তিনি দলবদল করে বিজেপিতে আসেন। জয়ী হন লোকসভা নির্বাচনে। দল ছাড়ার পরই তার বিরুদ্ধে পৌরসভায় অনাস্থা প্রস্তাব এনেছিল ২২ জন তৃণমূল কাউন্সিলর। অর্জুন এর পক্ষে ছিল ১১ জন। সেই সময় অর্জুনকে খালি হাতে ফিরতে হলেও লোকসভা ভোটের পরেই রাজনীতি ঘুরে যায়। অর্জুন সিং বিজেপি সাংসদ নির্বাচিত হবার পরই ভাটপাড়া পৌরসভা আরো ১২জন কাউন্সিলের বিজেপিতে যোগদান করে। ফলে এই মুহূর্তে ভাটপাড়া পৌরসভার ২৩ টি আসন অর্থাৎ ম্যাজিক ফিগার বিজেপির দখলে।
এদিকে আবার উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলকে ভেঙে তছনছ করে একসাথে চারটি পৌরসভা দখল নিতে চলেছে বিজেপি বলেও খবর। কাচড়াপাড়া, হালিশহর নৈহাটি,কল্যানি।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় সহ দুই বিধায়ক। তার সঙ্গে উত্তর ২৪ পরগনার ৪ পৌরসভার একাধিক পৌর কাউন্সিলর যোগদান করেন বিজেপিতে। মুকুল তনয় তথা বিজপুরের বিধায়ককে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। এরপরই গেরুয়া শিবিরে তার যোগদানের পথ প্রশস্ত হয়।
আর এইভাবেই উত্তর ২৪ পরগনার তৃণমূলকে কোণঠাসা করে দিল গেরুয়া শিবির। অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরাদের দলে টেনে নিয়ে আগেই ঘা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ডানহাত মুকুল রায়। কিন্তু ভোটের পরে আরো বড় ধাক্কা অপেক্ষা করছে তৃণমূলের জন্য বলে ঘোষণা করেছিলেন। এবার সেই ধাক্কা দিল মুকুলের ছেলে শুভ্রাংশু ও অর্জুন সিং।
শুভ্রাংশু সঙ্গে হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী পৌরসভাএকাধিক কাউন্সিলর যোগ দিল গেরুয়া শিবিরে।
হালিশহর পৌরসভার ২৩ জনের মধ্যে ১৯ জন। কাঁচরাপাড়া ২৪ জনের মধ্যে ১৮জন। নৈহাটির ৩০ জনের মধ্যে ২২ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলে খবর। ফলে ৪ টি পুরসভা বিজেপির দখলে চলে গেল।
এছাড়াও কল্যানী পৌরসভা কাউন্সিলদের বড় অংশের বিজেপিতে যোগ দেওয়ার কথা জানা গেছে। অর্থাৎ কল্যানী হলছ একসাথে মোট ৫টি পুরসভায় বিজেপি দখলে চলে যাবে।
একইসঙ্গে হেমতাবাদের সিপিআইএম বিধায়কও বিজেপিতে আজ যোগ দেন বলে খবর।