তালিবান প্রীতির নজির রেখে তালিবানের স্তুতিতে সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
যখন আফগানিস্তানে মহিলারা তালিবানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে উঠছেন তখনই মুফতি বলছেন যদি তালিবানরা আফগানিস্তানে ‘প্রকৃত’ ইসলামিক শরিয়া আইন অনুসরণ করে এবং সেখানে নারী, শিশু এবং বৃদ্ধদের অধিকার নির্দিষ্ট করা হয়, তাহলে তালিবানরা বিশ্বের জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে উঠতে পারে।
শুধু তাই নয় তালিবানেই প্রশংসা করতে গিয়ে তিনি শরীয়তের পক্ষেও বলেছেন।
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী আশা করেন তালিবান “পবিত্র কোরআনে উল্লিখিত প্রকৃত ইসলামী শরীয়ত অনুসরণ করবে। তিনি আরো বলেন তাঁর আশা নারী, শিশু এবং বয়স্কদের জন্য এবং নবী প্রদত্ত ‘মদিনা মডেল’ অনুযায়ী শাসন করবে তালিবান।
প্রসঙ্গত, পুনরায় গৃহবন্দি করা হয়েছে মেহেবুবা মুফতিকে। মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধেও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, কাশ্মীরে সমস্ত কিছু স্বাভাবিক কেন্দ্রের এমন দাবি মিথ্যা। যদিও প্রশাসনের তরফে প্রতিক্রিয়া জানানো হয়নি।
টুইটে মুফতি লিখেছেন যে, কেন্দ্রীয় সরকার আফগানদের অধিকার নিয়ে চিন্তা করছে। কিন্তু, কাশ্মীরিদের অধিকার ইচ্ছাকৃতভাবে অস্বীকার করছে। আমি কাশ্মীরিদের পক্ষে কথা বলি তাই আজ আমাকে পরিকল্পনা করে গৃহবন্দি করে রাখা হয়েছে।