ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান, এইসঙ্গে বাস্তবতাকে স্বীকার করুক ইসলামাবাদ। প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ রদের পর ফুঁসে ওঠে পাক সরকার। ভারতের সঙ্গে একধিক বিষয়ে সম্পর্ক ছেদের পথে হাঁটে। এসবই ছিল আন্তর্জতিক মঞ্চে ভারতকে যাতে কোণঠাসা করা যায় তার জন্য পদক্ষেপ, কিন্তু তারপরেও সুবিধা করতে পারেনি তারা।এরই মধ্যে দিল্লির বার্তা, সত্যিটা স্বীকার করতে হবে পাকিস্তান সরকারকে। তাছাড়া কাশ্মীর ভারতের নিজস্ব বিষয়।
উল্লেখ্য, ৩৭০ বিলোপের পরে সমঝোতা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়া পদক্ষেপ করেছে পাকিস্তান। ওদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলাম। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির ছবি তুলে ধরতেই এমন পদক্ষেপ করেছে পাকিস্তান।’ তিনি আরও বলেন,’বাস্তবতা মেনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক পাকিস্তান।’