গত ১০ থেকে ১২ দিন ধরে ২০- ২২ টি করোনা রোগীর মৃতদেহ পড়ে রয়েছে কল্যাণী হাসপাতালে মধ্যেই, সেগুলো ঠিকমত রক্ষণাবেক্ষণের অভাবে পচন ধরছে আর দুর্গন্ধ ছড়াচ্ছে

করোনা আবহে পরিস্থিতি সামাল দিতে বেশকিছু ধরেই কল্যাণী যক্ষ্মা হাসপাতালকেও (kalyani hospital) করোনা হাসপাতাল করা হয়েছে। সেখানে করোনা রোগীদের চিকিৎসা চললেও প্রথম থেকেই এই হাসপাতালের পরিকাঠামো এবং পরিচ্ছন্নতা রোগীর পরিজনরা নান প্রশ্ন তুললেও, এবার হাসপাতালের দিকে আঙ্গুল তুললেন অস্থায়ী কর্মীরাই। ১০-১২ দিন ধরে করোনা রোগীর মৃত দেহ পড়ে থেকে পরিবেশ আরও খারাপ হয়ে ওঠার অভিযোগ তুলেছে তাঁরা।

এপ্রকার বাধ্য হয়েই অবশেষে হাসপাতালের অস্থায়ী কর্মীরা বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত হাসপাতাল চত্বরেই বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবী, হাসপাতালের পরিবেশ ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে, অসুস্থ হয়ে পড়ছেন অস্থায়ী কর্মীরা। এই পরিবেশে কাজ করা দুর্বিষহ হয়ে পড়ছে তাঁদের কাছে।

নতুন খবর :২০ টি দল নিয়ে হবে টি-২০ বিশ্বকাপ, অলিম্পিকের কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইসিসিবিউটি উইথ ব্রেন, রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার জন‍্য প্রস্তুতি অষ্টাদশী সুস্মিতার, ভাইরাল পুরনো ভিডিওখাপ পঞ্চায়েত ডেকে টিকরি বর্ডারে বাংলার মেয়ের ধর্ষণে অভিযুক্তকে সমর্থনের ঘোষণাকর্মীদের বাঁচাতে ও পঞ্চায়েত রক্ষার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন রাজ্য বিজেপির নেতারাবিরাট-রোহিতকে অপমান করে এই তরুণ ক্রিকেটারের নেতৃত্বে সেরা আইপিএল একাদশ বাছলেন ব্র্যাড হগকরোনা যুদ্ধে সাহায‍্যের হাত শক্ত করলেন অমিতাভ, পোল‍্যান্ড থেকে কিনলেন ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর

কর্মীরা অভিযোগ জানিয়েছেন, গত ১০ থেকে ১২ দিন ধরে ২০- ২২ টি করোনা রোগীর মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালে মধ্যেই। সেগুলো ঠিকমত রক্ষণাবেক্ষণের অভাবে পচন ধরছে আর দুর্গন্ধ ছড়াচ্ছে। অন্যদিকে হাসপাতালের মধ্যে কুকুর ঢুকে মৃতদেহের কান ছিঁড়ে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি কাজেও মন দিতে পারছেন না। তাঁদের দাবী হাসপাতাল কর্তৃপক্ষকে বলেও কোন লাভ হয়নি বলে, তাই অবশেষে বিক্ষোভের পথ বছে নেয় তাঁরা।

বিক্ষোভের পরবর্তীতে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার এসে সকাল ১০ টা নাগাদ তাঁদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করলে, তাঁরা আবারও কাজে ফিরে যান। অস্থায়ী কর্মীদের আপাতত বুঝিয়ে দিলেও, এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.