দেখে শেখে চালাকে আর ঠেকে শেখে বোকারা

আমরা বলেছিলাম ওরা আসলে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সুযোগের অপেক্ষায় বসে আছে।

আপনারা বিশ্বাস করেন নি।

.
.
আমরা বলেছিলাম ওরা ততক্ষণই ধর্মনিরপেক্ষ‚ যতক্ষণ না ওরা হাতে রাষ্ট্রক্ষমতা পাচ্ছে কিংবা যতক্ষণ না ওরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে।

আপনারা মানতে চান নি।

.
.
আমরা বলেছিলাম ওদের মধ্যে মডারেট বলে কিছু হয় না। একদল মাঠে লড়াই করে আরেকদল বৌদ্ধিক জগতের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয় দলকেই আমরা মডারেট বলে ভুল করি।

আপনারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন।

.
.
আমরা বলেছিলাম আপনি নিজের নামের আগে ও পরে সেকুলার – মানবতাবাদী – ধর্মহীন – কমিউনিস্ট – বিশ্বমানব- ইত্যাদি যত ধরনের ইচ্ছা স্ট্যাম্প লাগিয়েই ঘোরেন না কেন‚ ওদের কাছে আপনার একটাই পরিচয় যে আপনি ওদের এক আরাধ্যকে মানেন না। তাই আপনাকে হত্যা করতে তারা ধর্মীয় নিয়মে বাধ্য।

আপনারা আমাদের সাম্প্রদায়িক বলে গালি দিয়েছিলেন।

.
.
.
.

আর আজ একবার চারিদিকে তাকিয়ে দেখুন। আফগানিস্তানে তালিবানদের উত্থানে উল্লাস করছে কারা?

আফগানিস্তানে গণতন্ত্রী সরকারের পতনে খুশি হচ্ছে কারা?

আফগানিস্তানে মধ্যযুগীয় শাসন জারি হওয়ায় নিজের দেশে তা জারি করার দাবি জানাচ্ছে কারা?

মুখগুলো চিনতে পারছেন?

.

বিশ্বাস করুন‚ অন্যদেশে যাদের ভবিষ্যৎদ্রষ্টা বলা হয় ভারতে তাদেরই সাম্প্রদায়িক হিন্দু বলা হয়।

দেখে শেখে চালাকে আর ঠেকে শেখে বোকারা।

আফগানিস্তানকে দেখে আপনারা শিখবেন নাকি ভারতের জন্য অপেক্ষা করবেন সেটা এখন আপনাদের বিষয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.