অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে পণ্য পরিষেবা করের (জিএসটি) আরও সরলীকরণের৷যা সহায়তা করবে বিশ্ব ব্যাংকের নিরিখে সহজে ব্যবসা করার স্থান হিসেবে ভারতকে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে৷
বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে এবারে ভারত সহজে ব্যবসা করার স্থান হিসেবে ১৪টি স্থান উপরে উঠে এখন অবস্থান করছে ৬৩তম স্থানে৷কারণ ভারতের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে ৫০ তম স্থানে উঠে আসা বলে জানিয়েছেন নির্মলা৷সেজন্য ব্যবসার পরিবেশের দিকে বিশেষত সম্পত্তি নথিভুক্তিকরণের ব্যাপারে উন্নতির দিকে নজর দেওয়া হবে৷ দেউলিয়া প্রক্রিয়াকরণে প্রয়োগের ক্ষেত্রে উন্নতির ফলে এবার উচ্চস্থান পেতে সাহায্য করেছে৷ সীতারমন জানিয়েছেন, এবার দিল্লি এবং মুম্বইকেই ধরা হয়েছিল এই স্থানার্জনের জন্য পরের বার কলকাতা এবং বেঙ্গালুরুকেও রাখা হবে৷
বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ রিপোর্ট প্রকাশিত হয়৷ তাতে ১৯০ দেশের মধ্যে গত বাবের ৭৭তম স্থান থেকে এবার ৬৩ তম স্থানে উঠে এসেছে৷ দুবছর আগে ভারত ঢুকে পড়েছিল এই তালিকার প্রথম ১০০টি দেশের মধ্যে৷তার আগে স্থান ছিল ১৩০তম স্থানে৷
বিশ্ব ব্যাংক ভারত সম্পর্কে উল্লেখ করেছে, সৌদি আরব, বাহারিন, কুয়েত এবং প্রতিবেশি চিন ও পাকিস্থানের মতোই অন্যতম অর্থনীতি যার উন্নতি গত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে নজরে আসার মতো৷
ব্যবসায়.উপযুক্ত পরিবেশ হিসেবে ভারতের স্থান নবম৷ বিশ্ব ব্যাংকের হিসেবে গত ছয় বছরে ব্যবসার পরিবেশগত দিক থেকে এই দেশ ১০টি সাব ক্যাটগরির মধ্যে ৭টি তে উন্নতি করেছে৷
দেউলিয়া প্রক্রিয়াকরণে সবচেয়ে ভাল পারফর্মেন্স দেখা গিয়েছে এ দেশের কারণ ৫৬ স্থান উচুতে উঠে এসে এখন ৫২তম স্থানে বিরাজ করছে৷
নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে গত বছরের তুলনায় ১২৯স্থান উঠে এসেছে যারফলে এখন ব্যবসারা ইউনিট গড়ার ক্ষেত্রে ২৭তম স্থানে রয়েছে৷আবার সীমান্ত বাণিজ্যে ১২টি স্থান উঠে এসে ৬৮তম স্থানে বিরাজ করছে৷
তবে বিশ্ব ব্যাংকের নিরিখে এদেশের এখনও বেশ কিছু ক্ষেত্র চ্যালেঞ্জের মুখে৷ যেমন চুক্তি লাঘু করতে এবং সম্পত্তি নথিভুক্ত করতে বেশ বেগ পেতে হয়৷ তাই এই দুটি ক্ষেত্রে ভারতের স্থান যথাক্রমে ১৬৩ এবং ১৫৪৷