তেরঙ্গায় পা দিয়ে উঠতে হবে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে, চাঞ্চল্যকর ছবি পোস্ট অনুপমের

তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। একদা যে দলের সাংসদ ছিলেন, সেই শাসক দলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে দিলেন অনুপম।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠান মঞ্চ, যার সিঁড়িতে জাতীয় পতাকার রঙ। অর্থাৎ, মঞ্চে উঠতে গেলে সেই সিঁড়িতে পা দিয়েই উঠতে হবে। অনুষ্ঠান মঞ্চের ব্যানার দেখেই বোঝা যাচ্ছে, উদ্যোক্তা তৃণমূল। তাই স্বাভাবিকভাবেই এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অনুপম হাজরা।

এটি চাপড়ার ব্লক তৃণমূলের অনুষ্ঠান বলে ক্যাপশনে লিখেছেন অনুপম। লিখেছেন, ‘গতকাল কালীপূজার প্রতিমা নিরঞ্জনের জন্য চাপড়া ব্লক তৃণমূল এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে ওঠার সিঁড়ি আমাদের জাতীয় পতাকার Colour Combination এ তৈরি করা হয়েছিল, যাতে সেই সিঁড়িতে পদধূলি দিয়ে তৃণমূলের জাতীয়তাবাদী নেতারা মঞ্চে উঠতে পারে। এটা কি চাপড়ার লজ্জা??? …নাকি বাংলার লজ্জা ???…নাকি দেশের লজ্জা ???’

চাপড়ার বিজেপির ফেসবুক পেজ থেকে তিনি এই ছবি পেয়েছেন বলেও জানিয়েছেন। আর অনুপম এই ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট বক্সে তীব্র নিন্দা জানিয়েছেন।

কিছুদিন আগেই অনুপম হাজরাকে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসে৷ এমনকি নিজের নিরাপত্তার বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থও হন প্রাক্তন এই সাংসদ৷ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরের কাছেও আবেদন জানিয়ে একটি চিঠি পাঠান তিনি৷

গত ২ অক্টোবর রাত ১২টা ৫৮ মিনিটে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে৷ সেই ফোনেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অনুপমের৷ এদিকে, চিঠিতে ওই অচেনা নম্বরটিরও উল্লেখ করা হয়েছে৷ জানানো হয়েছে +1(408) 497-3445 নম্বর থেকে প্রথমে ফোন আসে৷

দ্বিতীয় ফোনটি আসে রাত দেড়টা নাগাদ৷ তবে সেটি অন্য নম্বর থেকে৷ নম্বরটি হল +1 (312) 768-7860৷ তিনি যখন কলকাতায় ছিলেন, তখনই এই ফোন আসে বলে উল্লেখ করেছেন অনুপম হাজরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.