ভারত-পাক সীমান্ত পার করে ঢোকার চেষ্টা অনুপ্রবেশকারীকে। পাঁচজনকে গুলি করে মারল বিএসএফ। পঞ্জাবের সীমান্তে এই ঘটনা ঘটেছে।
পঞ্জাবের তরণ তারনের কাছে এই ঘটনা ঘটেছে শনিবার ভোরে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢপকার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।
জানা গিয়েছে, এদিন সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পরই গুলি চালায় বিএসএজ জওয়ানরা। ভোর ৪ টে ৪৫ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এখনও র্পান্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ওই দলে ছিল কিনা, তা জানতে তল্লাশি চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী।
মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফ ট্যুইটে জানিয়েছে, এদিন ভোরে সন্দেহভাজন কিছু লোকজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। এরপরই আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় জওয়ানরা। পাঁচ অনুপ্রবেশকারীকে মারা হয়েছে।
জানা গিয়েছে রাইফেল নিয়ে সারখান্ডা বা লম্বা লম্বা ঘাসের আড়াল দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। গত এক দশকে একতজন অনুপ্রবেশকারীকে একসঙ্গে মারার ঘটনা ঘটেনি পাক সীমান্তে।
পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের ৫৫৩ কিলোমিটারের সীমান্তরেখা রয়েছে।