দেশে খোঁজ মিলল প্রথম লিথিয়াম খনির। জম্মু-কাশ্মীরে রয়েছে এই খনি। কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। শুধু তাই নয়, ৫টি সোনার খনিরও হদিশ মিলেছে।
ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এতদিন বিদেশ থেকেই লিথিয়াম আমদানি করতে হলেও, এবার খনির খোঁজ মেলায় লিথিয়াম উৎপাদন আরও সহজ ও সস্তা হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম’।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ‘৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও অবধি জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে’।