যোগী রাজ্যেই প্রথম তৈরি হবে বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তানের অবৈধ নাগরিকদের তালিকা

যোগীর রাজ্যেই প্রথম শুরু হতে চলেছে অবৈধ নাগরিকদের ছাটাই পর্ব । সিএএ র গাইডলাইন মেনে ২০১৪ সালের আগে এদেশে আসা তিন ইসলামিক দেশের প্রকৃত শরণার্থীদের চিহ্ণিতকরণের পাশাপাশি বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তানের কোন নাগিরকেরা বংশ পরম্পরায় এদেশে বাস করছে,তার তালিকা তৈরি করার নির্দেশ দিল উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব। ৭৫টি জেলার জেলাশাসকদের ডেকে এ কথা বলেন তিনি।

প্রশাসন সূত্রে খবর,বাংলাদেশ ও পাকিস্তানের থেকে আসা নাগরিকের সংখ্যা আফগানিস্তানের থেকে অনেক বেশি।

তাই সিএএ নিয়ে যে দাঙ্গা পরিস্থিতির মত অবস্থা সৃষ্টি হয়েছিল তার অপর একটি কারণ এটি ।

লক্ষ্ণৌ, হাপুর, শাহজাহানপুর, নওদা ও গাজিয়াবাদ অঞ্চলে এ নাগরিকদের বাস বেশি। এ অঞ্চলের প্রকৃত বৈধ নাগরিকদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রথম এ তালিকা তৈরা করা হবে বলে জানান অতিরিরাষ্ট্র সচিব অবিনাশ আবস্তী।

তালিকা পেশ করার সঙ্গে সঙ্গে তারা তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে ও তুলে দেবেন । যাতে সে সব অবৈধ নাগরিকদে র নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে সরকার। যদিও দেশের মধ্যে সিএএ নিয়ে সবচেয়ে উগ্র প্রতিবাদ উত্তরপ্রদেশেই হয়েছে যাতে শেষ পর্যন্ত ২৩জনের মৃত্যু হয়েছে। তবুও দেশের প্রথম সিএ-র তালিকা যোগী সরকারই পেশ করতে মরিয়া বলে জোর খবর রাজনীতির অন্দরমহলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.