প্রথম করোনা ভাইরাস রোগীর খোঁজ মিলল কলকাতায়, ব্যাপক আতঙ্ক

এবার প্রথম কলকাতায় (kolkata) কোনো এক যুবকের দেহে মিলল করোনার (Coroner) উপসর্গ। আর এতেই এবার যেনো সবার পায়ের তলার মাটি সড়ে গেল। এখনও পর্যন্ত ভারতে করোনার (Coroner in India) উপসর্গ পাওয়া গেলেও পশ্চিমবঙ্গকে (West Bengal) এড়িয়ে চলছিল করোনা, কিন্তু এবার আর এড়িয়ে চলতে পারলো না করোনা। পশ্চিম বঙ্গের ওপরে হানা দিল। আসলে ঐ যুবক ইংল্যান্ড থেকে ফিরেছে সম্প্রতি, আর এখানে এসেই ধরা পরেছে করোনার উপসর্গ।

এখন তার ড্রাইভার, মা, বাবা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আসলে মঙ্গলবার তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। তারপর যখন তার শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছিল তখন তাকে আইডি (ID) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মধ্যে নিয়ে আসা হয়। জানা যায় সেই যুবকের গার্লফ্রেন্ড ইংল্যান্ডে করোনায় আক্রান্ত। আর সেখান থেকে সে দেশে ফিরেছে ঠিকই। কিন্তু তার শরীরে প্রথম দিকে কোনো ধরনের উপসর্গ লক্ষ্য করা যায় না।

পরে অবশ্য ধীরে ধীরে লক্ষণ দেখা যাওয়ার পর তাকে শিফট করা হয় এই আইসোলেশন ওয়ার্ডে। এদিকে সেই যুবকের মা রাজ্য সরকারের একজন আধিকারিক। সেই যুবকের, মা, ও ড্রাইভার সবাইকেই সন্দেহের চোখে দেখছে ডাক্তারেরা। তাদের বেলেঘাটা এমডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আগামীতে আরও কি হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.