ভারতে খোঁজ পাওয়া গেল সোনার ভাণ্ডারের। এর আগে জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের খনির খোঁজ পাওয়া গেছিল। এবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে খোঁজ ওড়িশায় পাওয়া গেল সোনার খনির খোঁজ। স্বয়ং ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মালিক ওড়িশার তিন জেলায় সোনার খনির খোঁজ পাওয়ার কথা স্বীকার করেছেন।
ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মালিকের কথায় ওড়িশার সোনার খনির খোঁজ পাওয়া গেছে কেওনঝড়, দেওগড় ও ময়ুরভঞ্জ জেলায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “খনি ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় তিনটি জেলায় মাটির নিচে সোনার উপস্থিত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। মূলত, দেওগড়, কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার খনির খোঁজ মিলেছে”।
প্রফুল্ল মালিকের মন্তব্যের ভিত্তিতে জানা গেছে, কেওনঝড়ের ৪টি স্থানে তথা কুশকলা, দিমিরিমুন্ডা, গোপুর ও গোটিপুরে সোনা পাওয়া গেছে। একইসঙ্গে দেওগড়ের আদাসে ও ময়ূরভঞ্জের রুয়ানসিলা, সুরিয়াগুদা, ধুশুরা পাহাড়ি ও জোশিপুরাতেও সোনার খনির খোঁজ পাওয়া গেছে।