‘২০২৩-এ বিশ্ব জুড়ে আর্থিক মন্দা, আশা জাগাচ্ছে একমাত্র ভারত’, দাবি আইএমএফ-এর

আইএমএফ-এর তরফে বহু আগেই ২০২৩ সালের বিশ্বের আর্থিক বৃদ্ধিকে কেন্দ্র করে সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছিল। কার্যত, সতর্কবার্তা দিতে দেখা গেছিল আইএমএফ-কে। এবার সম্প্রতি সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করতেই আইএমএফ-এর সংশয় যেন বাস্তবে পরিণত হতে দেখা গেল। তবে, এরইমধ্যে আশার প্রদীপ হাতে ধরে থাকতে দেখা গেল ভারতকে। খোদ আইএমএফ-এর রিপোর্টে এমনটা বলা হয়েছে।

সম্প্রতি মঙ্গলবার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফে আর্থিক বৃদ্ধি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্টে দাবি করা হয় যে, চলতি বছরে বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে আর্থিক বৃদ্ধি হয়েছে মাত্র ২.৯%। যেখানে আগের বছর এই হার ৩.৪% ছিল। ওই প্রসঙ্গে ভারতের নিয়ে বলতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালো আইএমএফ। আইএমএফ-এর দাবি, ভারত যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতিতে থাকার কারণে আর্থিক বৃদ্ধি একটু কমলেও ভারতকে তেমনভাবে ক্ষতির মুখে পড়তে হবে না। রিপোর্টে বলা হয়েছে, গত বছরে যেখানে ভারতে আর্থিক বৃদ্ধির পরিমাণ ৬.৮% ছিল, সেখানে চলতি বছরে আর্থিক বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ৬.১%। একইসঙ্গে ভারতকে নিয়ে ভবিষ্যৎবাণীও করেছে আইএমএফ। দাবি করা হয়েছে, ভারত আর্থিক বৃদ্ধির হার ২০২৪ সালে ৬.৮% হয়ে যাবে।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গুরিনচাসের বক্তব্য, “বিশ্বের নানা প্রান্তে মূল্যবৃদ্ধির সমস্যা কমাতে চেষ্টা করছে জাতীয় ব্যাংকগুলি। কিন্তু এখনও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে অনেক কাজ করা বাকি আছে। এহেন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ায় তার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধিতেও। চিনে কোভিডের ভয়াবহতার জেরেও আর্থিক গতি এক ধাক্কায় অনেকটা কমবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.