স্থানীয় ভাষা বলতে পারেন, এমন লোককে ব্যাঙ্কে নিয়োগ করতে হবে, বললেন অর্থমন্ত্রী নির্মলা

ব্যাঙ্ককর্মীদের স্থানীয় ভাষায় কথা বলাই বাঞ্ছনীয়। এমন কর্মীদের ব্যাঙ্কে নিয়োগ করতে হবে, যাঁরা গ্রাহকদের সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে পারবেন। ব্যাঙ্ককর্মীদের সম্মেলনে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশের ভাষা-বৈচিত্রের বিষয়টি নজরে রেখে ব্যাঙ্কের কাজকর্মে আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

মুম্বইয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের ৭৫তম বার্ষিক সভা ছিল শনিবার। সেখানে নির্মলা বলেন, ‘‘ব্যাঙ্কের কোনও কর্মী যদি আঞ্চলিক ভাষায় কথা না বলেন এবং হিন্দি বলতে না-পারার জন্য গ্রাহকের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন, আমার মনে হয় তা ব্যবসার জন্য একেবারেই ভাল নয়।’’ অর্থমন্ত্রীর সংযোজন, ‘‘আমি এ কথা বলছি কারণ, এই ধরনের ঘটনা বাস্তবে ঘটেছে।’’ ব্যাঙ্ককর্তাদের উদ্দেশে নির্মলা বলেন, ‘‘আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন। নাগরিকদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার জন্য নয়।’’

ব্যাঙ্কে গিয়ে প্রায়ই ভাষাগত সমস্যার মুখে পড়তে গ্রাহকদের। তাতে কাজে ভুলভ্রান্তিও হয়। এই যুক্তিতে অনেক দিন ধরেই ব্যাঙ্কের কাজকর্মে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। শনিবার ব্যাঙ্ককর্তাদের নির্মলা বলেন, ‘‘কোনও ব্যাঙ্ককর্মীর স্থানীয় ভাষা জানা না-থাকলে তাঁকে এমন কোনও কাজ দেওয়া উচিত, যাতে ওই কর্মীকে গ্রাহকদের সঙ্গে কথাবার্তা বলতে না হয়। ব্যাঙ্ককর্মী নিয়োগের ক্ষেত্রেও এই বিষয়টি নজরে রাখা উচিত।’’

নির্মলার এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। টুইটে তিনি লেখেন, ‘অর্থমন্ত্রী একদম ঠিক কথা বলেছেন। স্থানীয় ভাষাতেই গ্রাহকদের সঙ্গে কথা বলা উচিত ব্যাঙ্ককর্মীদের। তবে শুধু ব্যাঙ্কেই নয়, বিমা সংস্থা, বিমান সংস্থা, টেলিফোন সংস্থা সর্বত্রই এই নিয়ম কার্যকর করা উচিত।’ আর একটি টুইটে তিনি বলেন, ‘গ্রাহক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সাধারণত হিন্দি ভাষাতেই কথা বলে থাকেন। যা বিরক্তিকর। আমাদের মাথায় রাখা উচিত। ভারতে প্রচুর ভাষা রয়েছে। সরকারি ভাষা দু’টি, হিন্দি ও ইংরেজি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.