প্রজাতন্ত্র দিবসের কৃষক বিক্ষোভের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM narendra modi)। ওই দিন জাতীয় পতাকার অপমান করা হয়েছে। যা কখনই কাম্য নয়। গোটা দেশ স্তম্ভিত এই ঘটনা দেখে। ২০২১ সালের প্রথম মন কি বাত অনুষ্ঠানে এমনই জানালেন মোদী।
প্রজাতন্ত্র দিবসে যেভাবে দিল্লি উত্তাল হয়ে ওঠে ও কৃষক বিক্ষোভ যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তাতে বিশেষ কিছু বার্তা মোদী দেবেন কীনা, সেদিকে তাকিয়ে ছিল দেশ। এখনও পর্যন্ত কৃষক বিক্ষোভ নিয়ে সরাসরি সেভাবে মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। তবে সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্র সরকারের বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদী উল্লেখ করেন দেশের মেয়েদের সাফল্যের কথাও। বিশ্বের সবথেকে কঠিন ও সবচেয়ে দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে ইতিহাস তৈরি করেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট টিম। সান ফ্রান্সিসকো থেকে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তাঁরা। এদিন এই টিমের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন দেশের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীতে থাকা প্রত্যেক মহিলা জওয়ানের জন্য দেশ গর্বিত।
এদিকে, সোমবার কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে পেশ হতে চলা বাজেটের আগের দিন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদী কিছু বক্তব্য রাখবেন কিনা, তা নিয়ে নজর ছিল দেশের। গত অনুষ্ঠানে যেভাবে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল ও আত্মনির্ভর ভারত নিয়ে সরব হয়েছিলেন, এবারও তার ছোঁয়া ছিল। বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করেন মোদী।
এদিন তিনি বলেন হস্তশিল্পীরা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, দেশের বাইরের রাষ্ট্রগুলিতেও এই হস্তশিল্পের বিশেষ চাহিদা রয়েছে।
মন কি বাতের শেষ এপিসোড ছিল ২০২০ সালের শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোদী বলেন পিছনে ফেলে আসা ২০২০ সালকে কীভাবে দেখছেন, কেমন কাটলো এই বছর। আবার ২০২১ সালের জন্য বিশেষ কী চাইছেন, সেই সব জানান তাঁকে। নিজের বার্তা রেকর্ড করুন ১৮০০-১১-৭৮০০ নম্বরে, নয়তো বক্তব্য পাঠান MyGov, নমো অ্যাপে।