‘হর হর শম্ভু’। ভগবান শিবের এই বিখ্যাত ভজনটি ইউটিউবে গেয়েছিলেন মুসলিম তরুণী ফরমানি নাজ। তাঁর গাওয়া এই গান ব্যাপক জনপ্রিয় হলেও মুসলিম ধর্মগুরুদের রোষের মুখে পড়েছেন তিনি। দেওবন্দ থেকে জারি হয়েছে ফতোয়াও। তাঁদের দাবি, ইসলাম ধর্মে নাচগান নিষিদ্ধ। তাই ইসলাম বিরোধী কাজ করেছেন ফরমানি।
অবশ্য তাঁর গান গাওয়া নিয়ে কোনও রকম ফতোয়া মানতে নারাজ মুসলিম তরুণী। ফরমানির কথায়, ‘শিল্পীর তো কোনও ধর্ম হয় না। যখন আমি গান গাই, তখন সবকিছু ভুলে যাই। এমনকী, মহম্মদ রফি ও মাস্টার সালিমও অনেক ভক্তিমূলক গান গেয়েছেন। আমার গান গাওয়া নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে তা জানি। তবে আমাদের বাড়িতে এই নিয়ে এখনও কেউ কিছু বলতে আসেননি’।
দেওবন্দের উলামা মাওলানা মুফতি আসাদ কাসমি বলেন, ‘ইসলামে কোনওরকম নাচ বা গান জায়েজ নয়। নাচগান ইসলামে হারাম। ধর্মীয় আঙ্গিকে নিষিদ্ধ সবকিছু থেকে মুসলিমদের বিরত থাকতে হবে। মুসলিম মহিলাদের গান গাওয়া হারাম। ওই তরুণীর উচিত এই ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা।’