কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কৃষকরা দিল্লির সীমান্তে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন দেখিয়ে চলেছে। দিল্লি সীমান্ত লাগোয়া সিন্ধু, টিকরি, গাজীপুর এলাকায় জাতীয় সড়ক অবরুদ্ধ করে ক্রমাগত বিক্ষোভ দেখিয়েছে তারা। টানা ছয়দিন ধরে এই বিক্ষোভ চলছে।জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার দরুণ সবজি, শস্য সহ অত্যাবশ্যক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সকল পণ্যবোঝাই ট্রাক ও অন্যান্য যানগুলিকে উন্নত ডাইভার্ট (ঘুরিয়ে দেওয়ার) করিয়ে দেবার ব্যবস্থা হয়েছে। কৃষকদের দিল্লিতে অনুপ্রবেশ রোধ করার জন্য সিন্ধু সীমান্তের দুই দিক বন্ধ করে দিয়েছে। মুবারকা চক এবং জিটিকে রোডের দিকে ট্রাফিক ডাইভার্ট (ঘুরিয়ে দেওয়া) করিয়ে দেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের সিগনেচার সেতু থেকে রোহিণী রিং রোড না যাওয়ার পরামর্শ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। টিকরি সীমান্তে যান চলাচল পুরোপুরি বন্ধ। বাদুসরায় এবং ঝটিকারা সীমান্তে কেবলমাত্র দুই চাকার বাহন যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।
2020-12-01