দীর্ঘ বাধাবিপত্তি ও পথ অতিক্রম করে অবশেষে রাজধানী দিল্লিতে প্রবেশ করলেন কৃষকরা। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনকারী কৃষকদের শুক্রবার দুপুরে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার পরই, টিকরি সীমান্ত থেকে দিল্লিতে প্রবেশ করেন কৃষকরা। দিল্লির বুরারি এলাকায় নিরানকারি সমাগম ময়দানে ধর্ণা ও আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কৃষকদের। দিল্লি পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক এইশ সিঙ্ঘল জানিয়েছেন, ‘কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করার পর, বুরারি এলাকায় নিরানকারি সমাগম ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে কৃষকদের। অন্যদের যাতে সমস্যা না হয়, তাই কৃষকদের কাছে আমাদের অনুরোধ শান্তি বজায় রাখুন।’ দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘বুরারি এলাকায় নিরানকারি সমাগম ময়দানে জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছে কৃষকদের। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য অনুরোধ করা হয়েছে কৃষকদের।’
দিল্লিতে কৃষকদের প্রবেশের অনুমতি দেওয়ায়, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর সিং জানিয়েছেন, ‘দিল্লিতে কৃষকদের প্রবেশের অনুমতি দেওয়ায় কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কৃষিবিল নিয়ে অবিলম্বে কৃষকদের সঙ্গে কথা বলে যাবতীয় সমস্যা মিটিয়ে নেওয়া উচিত।’
2020-11-27