ফণীর তাণ্ডবে একাধিক আজব ধ্বংসলীলা সাক্ষী হল ওড়িশা। উল্লেখ্য, সেখানে সকালেই হানা দেয়ে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। লন্ডভন্ড চলে রাজ্যের একাধিক এলাকায়। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও ভেঙে পড়েছে বিএসএনএল-র টাওয়ার।
কোথাও উড়ে গেছে বাড়ির অস্থায়ী ছাউনি।
কোথাও আবার আস্ত বাসকে উল্টে দিল শক্তিধর হাওয়া।
তেমনই পুরী শহরে ঝড় ও বৃষ্টিতে অন্ধকার এলাকা। চারপাশে ছড়িয়ে ঝড়ের দাপটে খুলে পড়া হোর্ডিং, ফ্লেক্স, অন্যান্য জিনিস।
ফণির তাণ্ডবে এখনও অবধি ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সে রাজ্যে। ওড়িশার একাধিক জেলায় বর্তমানে বিদ্যুৎ, জল ও টেলিফোনের নেটওয়ার্ক নেই। বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবাও। একাধিক জেলায় বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের কোনও ক্ষতি হয়নি।