৭৫ তম স্বাধীনতা দিবস পালনে অভিনব পরিকল্পনা! রাষ্ট্রগান পোর্টাল চালু মোদীর, আপনার গাওয়া জাতীয় সঙ্গীত পোস্ট করুন এখানে

ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে এক অভিনব পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র সরকার। করোনা আবহে দেশবাসী একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পাবে। আর তার জন্যই ” রাষ্ট্রগান ডট ইন ” পোর্টাল চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৫ আগস্ট এর আগের দেশবাসীর কাছে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড তৈরি করার আবেদন করেছেন নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে একথা জানান তিনি।

মোদী বলেন, স্বাধীনতার ৭৫ তম বছরে আমরা পদার্পণ করতে চলেছি। সেই উপলক্ষেই “আজাদী কা অমৃত মহোৎসবপালন” করবে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক। এই উৎসবের মধ্যে রাষ্ট্রগান গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য রাষ্ট্রগান ডট ইন নামের একটি পোর্টাল চালু করা হয়েছে। এখানে সবাই জাতীয় সংগীত গাওয়ার ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। মোদী আহ্বান জানান, “আসুন আমরা ৭৫ লক্ষেরও বেশি ভিডিও তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করি।”

পমোদী আরও বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রচারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। আমরা ভাগ্যবান যে দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের সাক্ষী হতে পারব আমরা। সকলেই দিনটি উদযাপন করব। আগামী বছর ১২ মার্চ থেকে আমেদাবাদের সবরমতী আশ্রম ৭৫তম স্বাধীনতা দিবস পালনের সূচনা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি আমি থেকে আমরা-য় শামিল হতে পারার এটি একটি অনবদ্য প্রচেষ্টা। এই পোর্টালের মাধ্যমে বহু মানুষের গলায় গাওয়া জাতীয় সঙ্গীত একত্রিত থাকবে এক ছাদের তলায়। একত্রিত হবে ৭৫ লক্ষ দেশবাসীর সমবেত কণ্ঠ। সকলে একসাথে রাষ্ট্রগান যা পূরণ হলে তৈরি হবে নতুন রেকর্ড। এর আগে গত বছর মহামারীর আবহে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা করেছিল গুগল। এবার কেন্দ্র সরকারের তরফ এই অভিনব পরিকল্পনা নেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.