চরম ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম বিদ্বেষই এঞ্জেলা মের্কেলের জার্মানিতে নব্য নাৎসী উত্থানকে উসকে দিচ্ছে এবং তার প্রভাব দেখা যাচ্ছে গোটা ইউরোপে

চরম ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম বিদ্বেষই এঞ্জেলা মের্কেলের জার্মানিতে নব্য নাৎসী উত্থানকে উসকে দিচ্ছে এবং তার প্রভাব দেখা যাচ্ছে গোটা ইউরোপে।
ফ্রান্স, পোল্যান্ড, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে নব্য নাৎসী উত্থান দেখা যাচ্ছে।
নাৎসী ভাবধারার আবিষ্কার যেই দেশে, সেই জার্মানিতে পরবর্তীকালে নাৎসী প্রভাব কালের স্রোতে স্তিমিত ছিল এতদিন । কিন্তু ইদানিংকালে নাৎসিদের প্রবল উত্থান এখন সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে ।

জার্মান সেনাবাহিনীর অন্দরমহলে এখন নাৎসীপন্থীরা :
সূত্রের খবর, বর্তমান জার্মান সেনাবাহিনীর একদম অন্দরে ঢুকে পড়েছে নাৎসীপন্থীরা । জার্মান সেনা সূত্রে জানা যাচ্ছে যে অসংখ্য জার্মান সেনা অফিসার ও বিভিন্ন সেনা আধিকারিকরা এখন নাৎসী ভাবধারায় অনুপ্রাণিত এবং তাঁদের কাছে অসংখ্য একনায়ক হিটলারের জীবনী ‘দি মেইন ক্যামফ ‘, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর গৌরবের অনবদ্য কাহিনীযুক্ত অসংখ্য বই, বিখ্যাত এলিট বাহিনী ‘এস এস ‘ এর থিম সংগীত সহ বিভিন্ন জিনিস পাওয়া গিয়েছে ।

এই দেখে রীতিমতো থ বনে গিয়েছে জার্মান সরকার । এও জানা গিয়েছে যে শুধু মাত্র সেনাবাহিনী নয়, জার্মান পুলিশ বাহিনীতেও ঢুকে পড়েছে নাৎসীপন্থীরা ।

মের্কেলের ভুল নীতির শিকার জার্মানি :
প্রসঙ্গত মধ্য এশিয়া থেকে অসংখ্য মুসলিম শরণার্থীকে আশ্রয় দেয় জার্মানি। কিন্তু জার্মানিতে আসবার পর কয়েক মাসের মধ্যেই নিজেদের আসল রূপ দেখাতে থাকে মুসলিমরা ।
জার্মান মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি, থেকে সন্ত্রাসবাদী হামলা, কোনো কিছুই বাদ রাখেনি মুসলিমরা । জার্মান চ্যান্সেলার মের্কেলের ভ্রান্ত অভিবাসন নীতি নিয়ে দেখা যাচ্ছে চরম অসন্তোষ গোটা দেশে।
এর পরেই মিউনিখ, ডর্টমুন্ড, হাম্বার্গ, কোলন, বার্লিন, লেভেরকুশন, ফ্রাঙ্কফুর্ট সহ বিভিন্ন শহরে জার্মানদের সাথে মুসলিমদের সংঘাত শুরু হয়ে যায় ।

প্রাথমিক ভাবে জার্মানির বিভিন্ন চার্চ এ হামলা চালায় মুসলিমরা । প্রকাশ্য রাস্তায় আশ্রয়দাতা জার্মানদের ‘কাফের ‘ বলে সম্বোধন করে তাঁদের হটিয়ে জার্মানি কে মুসলিম রাষ্ট্রে পরিণত করার ডাক দেওয়া হয় ।

এর পরেই জার্মানি তে শুরু হয় জাতীয়তাবাদী জার্মান গণ আন্দোলন । বিভিন্ন দক্ষিণপন্থী দল ও সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যায় এই ব্যাপারে ।
শুরু হয় পাল্টা মার । ইতিমধ্যেই বেশ কিছু মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং জার্মানির বিভিন্ন প্রান্তে জার্মানদের হাতে ব্যাপক মার খাচ্ছে মুসলিমরা । ইতিমধ্যে বেশ অনেক সংখ্যক মুসলিম জার্মানি ছেড়ে পালিয়েও গেছেন ।

সুযোগ সন্ধানী জার্মান অর্থডক্স চার্চ
এই সুযোগ কাজে লাগিয়েছে জার্মান অর্থডক্স চার্চ। খ্রীষ্টান হলেই মিলবে জার্মানিতে ঠাই, নচেৎ ঘাড় ধাক্কা, এই কথা সূচতুর ও সঙ্গবদ্ধভাবে প্রচারের ফলে বাধ্য হয়েই বহু মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.