Exit Poll: মহারাষ্ট্রে খড়কুটোর মতো উড়ে গেলো বিরোধীরা! ফের মোদী ঝড়ে কাবু মহারাষ্ট্র

মহারাষ্ট্রতে ২৮৮ বিধানসভা আসনে সোমবার ভোট গ্রহণ হল। মহারাষ্ট্রে বিজেপি, শিবেসেনা আর অন্যান্য ছোট দলের সাথে জোট করেছে। আরেকদিকে কংগ্রেস আর এনসিপি জোট করেছে। রাজ্যে ৮ কোটি ৯৮ লক্ষের থেকেও বেশি মানুষ এই ভোটদানে অংশ নিয়েছেন। যার মধ্যে ৪ কোটি ২৮ লক্ষের বেশি মহিলা আর চার কোটি ৬৮ লক্ষের বেশি পুরুষ।

এই ভোটারদের মধ্যে এক কোটি ৭৬ লক্ষ ১৩ হাজার ভোটার ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। রাজ্যে ৯৬ হাজার ৬৬১ টি ভোট গ্রহণ কেন্দ্র বানানো হয়েছে। সেখানে ৬ লক্ষ ৫০ হাজার ভোট কর্মী নিযুক্ত করা হয়েছিল। এবার সবথেকে বড় প্রশ্ন হল, এই মহা সংগ্রামে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে? ভোট দান শেষ হওয়ার পর আমরা আপনার সামনে মহারাষ্ট্রের Exit Poll পেশ করতে চলেছি।

মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ৭২ টি আসনে এই সমীক্ষা করা হয়েছে। মহারাষ্ট্রের ১০ হাজার ৮০০ মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন। মুম্বাইতে বিকেল ৫ টা পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পড়েছে। সমীক্ষায় এনডিএ ২৪৩ পাবে। ইউপিএ মাত্র ৪১ টি আসন পাবে। অন্যান্যদের খাতায় ৬ টি আসন। এক্সিট পোলে শিবসেনা ১০২ টি আসন পাবে বলে দেখা যাচ্ছে। বিজেপি ১৪১ টি আসন পাবে। এক্সিট পোলে কংগ্রেস ১৭ টি আসন পাব বলে জানা যাচ্ছে। কংগ্রেসের সহযোগী দল এনসিপি এর খাতায় ২২ টি আসন আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.