বাংলায় বিজেপির দূর্গ দুর্বল হতেই বিজেপির সাংগঠনিক শক্তির ওপরে প্রশ্ন উঠতে শুরু করে। নবীন বনাম প্রবীণ যুদ্ধ শুরু হয়ে যায় বিজেপির অন্দরে। ফাটল এতটাই গভীর হতে শুরু করে যে, বিক্ষুদ্ধ নেতাদের তরফে ‘বনভোজন’ বিদ্রোহ শুরু হয়ে যায়। বিজেপির অন্দরে থেকেই প্রকাশ্যে আসে দুই দল, রাজ্য বিজেপির সংগঠনের নবীন ও প্রবীণ। এদিকে, লকেট ও নাড্ডার বৈঠকের পরেই আবার আবার দেখা গেল রাজ্য বিজেপির সংগঠনে রদবদল।
বিগত সপ্তাহে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। এরপরেই, বিজেপি রাজ্য কমিটিতে যোগ পুরোনো কয়েকটি নাম। উল্লেখ্য, এই তালিকায় রয়েছেন সমীক ভট্টাচার্য, প্রতাপ বন্দ্য়োপাধ্যায়, বিশ্বপ্রিয় মজুমদার, রাহুল সিনহা প্রমুখরা। যদিও, রুপা গঙ্গোপাধ্যায়, সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারিদের নাম এই তালিকাতে এখনও দেখা যায়নি।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে একান্ত বৈঠক সম্পন্ন হয় দিল্লিতে। তিনি সেই বৈঠকে অভিযোগ করেন যে, বিজেপির রাজ্য কমিটি থেকে কাজের লোকেদেরকে বাদ দেওয়া হয়েছে, যা সঠিক পদক্ষেপ নয়। তাঁর কথায়, “পুরনো লোকদের বাদ দিয়ে দেওয়া ঠিক হয়নি”। এরপরেই, চলতি সপ্তাহে দেখা গেল পুরোনো নামের পুনঃ সংযোজন
2022-04-05