চলন্ত ট্রেনে নমাজ পড়ার বিরোধিতা করে মন্ত্রোচ্চারণ করছিলেন। তার জেরেই প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর করল মুসলিমরা। দিল্লি থেকে বিশাখাপত্তনমগামী স্বর্ণজয়ন্তী এক্সপ্রেসের ঘটনা। মধ্যপ্রদেশের জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন সেনাকর্মী বিলাস নায়েক।
ট্রেনে দুধারে সিটের মাঝখানের সরু রাস্তায় নমাজ পড়তে বসেন মুসলিমরা। ঘটনার প্রতিবাদ করেছিলেন বিলাস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কিছু মানুষ ট্রেনের ভিতর যাতায়াতের জায়গায় নমাজ পড়তে বসে যান। পরপর ৩ বার। বাথরুম যেতে চাইলে ফিরিয়ে দেয়’।
এর প্রতিবাদে তিনি ওখানেই মন্ত্র পড়তে শুরু করেন। নামাজি মুসলিমরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু রাজি হননি বিলাস। এরই মধ্যে প্যান্ট্রিকার থেকে বেশ কিছু লোকজন চলে আসে এবং বিলাসবাবুর সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তখন তিনি জানতে চান, ট্রেনের মধ্যে যদি নমাজ পড়া যায়, তাহলে মন্ত্র উচ্চারণ করা যাবে না কেন? এরপরই সবাই মিলে ওই প্রাক্তন সেনা কর্মীকে মারধর শুরু করে।