ঠিক ২০ বছর আগে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। সেই যুদ্ধের অজানা কাহিনী শোনালেন তৎকালীন মেজর দেবাশিস দাস। কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুভাষ বৈদ্য।
সালটা ১৯৯৯। প্রায় আড়াই মাসের যুদ্ধ। সেই সময় কাশ্মীরে কর্মরত ছিলেন দেবাশীস দাস। তৎকালীন মেজর তথা ব্রিগেডিয়ার দেবাশিস বাবু প্রায় কুড়ি বছর আগের সেদিনের কথা বলতে গিয়ে কিছুটা ভেঙে পড়েন। নির্মমভাবে ভারতীয় সৈন্যদের যেভাবে পাকিস্তান মেরেছে সে কথা আজও কাঁপিয়ে দেয় তাঁকে। পাকিস্তান ভারতীয় সৈন্যদের মেরে টুকরো টুকরো করে ফিরে আসা ভারতীয় দলের সঙ্গে পাঠিয়ে দিয়েছে।
প্রাক্তন সেনা কর্তা জানান, সেদিন পাকিস্তান ভারতীয় সৈন্যদের নির্মমভাবে হত্যা করলেও তাতে দমে যায়নি আমাদের বীর যোদ্ধারা। লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের উভয় রাষ্ট্রের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্তরেখা। ১৯৯৯ সালের মে মাসে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সৈন্য। ফলে ভারত পাকিস্তান যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
পাকিস্তানি সৈন্যদের মোকাবিলা করাটা ভারতীয় সৈন্যদের পক্ষে ছিল খুব কঠিন। যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানি সৈন্যরা পাহাড়ের চুড়ায় এসে বসে ছিল। ১৬ থেকে ১৮ হাজার ফুট উঁচুতে অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সৈন্যরা। আর তার নিচে ভারতীয় সৈন্য। সেই অবস্থায় ভারতের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ কথা নয়।
লাইন অফ কন্ট্রোল ৭৫০ কিলোমিটার হলেও জোর লড়াই হয়েছিল ১৫০ কিলোমিটারে। কার্গিল ন্যাশনাল হাইওয়ে ওয়ান হল জম্মু লে হাইওয়ের উপর। যেখানে বড় বড় পাহাড়ের চুড়া রয়েছে। যেমন টাইগার হিল, মস্কো, দ্রাস ইত্যাদি। পাহাড়ের উপর প্রায় দেড়শো পোস্ট নিয়ে নিয়েছিল পাকিস্তানি সৈন্যরা। ওই পাহাড়ের উপর থেকে হাইওয়ে দেখতে পাচ্ছিল। ওদের উদ্দেশ্য ছিল জম্মু লে হাইওয়ে বিচ্ছিন্ন করে দেওয়া। আর এই কাজটি করতে পারলে ইন্ডিয়ান আর্মির সাপ্লাই লাইন বন্ধ হয়ে যেত।
এইসব জেনেও ভারতীয় সেনাবাহিনী পাহাড়ের নিচ থেকেই এগোতে থাকে। এবং পাকিস্তানি সৈন্যদের আক্রমণ করে। এমনই পরিস্থিতি যে ভারতীয় সেনাবাহিনীর দিনের বেলায় এগোতে পারছিল না। কারণ পাহাড়ের উপর থাকা পাকিস্তানি সৈন্য গুলি চালালে ভারতীয় বহু সৈন্য মারা যাবে। তাই রাতের বেলায় ভারতীয় সৈন্যরা আক্রমন করে। তখন সেখানকার তাপমাত্রা মাইনাস ১০ থেকে ১৫ ডিগ্রি। এই পরিস্থিতিতে দেশের জন্য সেনাবাহিনী প্রায় আড়াই মাস যুদ্ধ চালিয়ে গিয়েছে। যদিও পরে সেনাবাহিনীকে সহায়তা করেছিল ভারতীয় বিমানবাহিনী। তা সত্ত্বেও ভারতীয় বহু সেনাবাহিনী শহীদ হয়েছেন।
অবশেষে ১৯৯৯ সালের ১৪ জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে ভারত। সেদিন এই জয়ের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল, ‘অপারেশন বিজয়’। আর ২৬ জুলাই সরকারিভাবে ঘোষণা করা হয় কার্গিল এলাকা পাকিস্তানিদের হাত থেকে মুক্ত। তাই প্রতি বছর শহীদদের স্মরণে ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস।