গণনার আগে পর্যন্ত ইভিএম কারচুপি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। কিন্তু ফল প্রকাশের পরেই তাঁদের পাল্টা উত্তর দিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। টুইটারে তাঁরা ভাইরাল করলেন, ইভিএম-এর ফুল ফর্ম হল, এভরিওয়ান ভোটেড মোদী।
বিজেপির বিপুল জয়ে সাময়িক ভাবে হলেও মুছে গিয়েছে ইভিএম সংক্রান্ত সমস্ত বিতর্ক ও অভিযোগ। বৃহস্পতিবার গণনা-পর্ব সুষ্ঠু ভাবে উতরে যায়। যদিও এর আগে বারবারই বিরোধীরা দাবি করেছিল ইভিএম-এর আঘে ভিভিপ্যাট গণনার। কিন্তু নির্বাচন কমিশন সে দাবি খারিজ করে দেয়।
কারণ কমিশন-কর্তারা খুব ভাল করেই জানতেন, সামান্যতম গরমিল হলেই গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যাবে। জেতার পরে কমিশনের ভূমিকায় প্রশংসায় সরব হন নরেন্দ্র মোদীও। আর বিরোধীদের কটাক্ষ করে বিজেপি সমর্থকেরা সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লিখে দেন ইভিএমের নতুন সংজ্ঞা, ‘‘এভরিওয়ান ভোটেড মোদী!’’
গণনার আগে পর্যন্ত ইভিএম-প্রশ্নে সরব থাকা এনসিপি নেতা শরদ পাওয়ার পরে বলেন, ‘‘সত্যিই ইভিএম নিয়ে সন্দেহ ছিল। কিন্তু ফল বেরোনোর পর আর এ নিয়ে দোষারোপ করে লাভ নেই।’’ এমনকী ইভিএমের দিকে আঙুল তুলতে চাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করেন, ‘‘বিজয়ীদের অভিনন্দন। তবে সব পরাজিতরাই পরাজিত নয়। আগে গণনা সম্পূর্ণ হোক, ভিভিপ্যাট মিলিয়ে দেখা হোক।’’