মৃত্যু-বার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা এবং সাধনার পবিত্রতা ও নম্রতার আদর্শ মেনে চলা উচিত সকলের।” শনিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ”জাতির জনক মহাত্মা গান্ধীর অমর-বলিদানের দিন কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি।” টুইটারে রাষ্ট্রপতি আরও লেখেন, “গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা এবং সাধনার পবিত্রতা ও নম্রতার আদর্শ পালন করা উচিত আমাদের সকলের। আসুন গান্ধীজির সত্য ও ভালোবাসার পথে চলার সঙ্কল্প করি আমরা সকলে।” টুইট করার পাশাপাশি এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
জাতির জনক গান্ধীজিকে এদিন শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পুন্য তিথিতে মহান বাপুকে শ্রদ্ধার্ঘ্য। বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শহিদ দিবসে আমরা সেই সমস্ত মহান নারী এবং পুরুষদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করছি, যাঁরা ভারতের স্বাধীনতা এবং প্রতিটি ভারতীয়ের মঙ্গল কামনায় নিজেদের নিবেদিত করেছিলেন।”
2021-01-30