প্রতিদিন অন্তত আধঘণ্টা জাতীয় স্বার্থে বা জনস্বার্থে কাজে লাগে এমন অনুষ্ঠান দেখাতে হবে। টেলিভিশন চ্যানেলগুলিকে এমনই গাইডলাইন দিল মোদী সরকার। খেলা, বন্যপ্রাণী সংক্রান্ত চ্যানেল এবং বিদেশী চ্যানেলগুলি এই নিয়মের বাইরে থাকছে। তাদের জন্য এমন কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু এর বাইরে দেশের বাকি চ্যানেলগুলিকে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ মেনে চলতে হবে।
নতুন নিয়মাবলীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন চ্যানেলগুলি যে ‘এয়ারওয়েভ’ ব্যবহার করে সেটা জাতীয় সম্পত্তি, তাই সেটা এমনভাবে ব্যবহার করা উচিত যাতে তা দেশের কাজে লাগে। এই বিষয়ে শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু কোনও নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান পরিবেশিত হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি। তবে, প্রতিদিন ৩০ মিনিট করে একটি স্লট যে রাখার নিয়ম যে ঠিক করা হয়েছে, তা একদম নিশ্চিত।
এই জাতীয়তাবাদী অনুষ্ঠানের মধ্যে কী কী পড়ে? সেটা ইতিমধ্যেই চ্যানেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শিক্ষা ও শিক্ষার প্রসার, কৃষি এবং গ্রামন্নোয়ন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, বিজ্ঞান এবং প্রযুক্তি, নারী কল্যাণ, পরিবেশ এবং সাংস্কৃতিক হেরিটেজ রক্ষা, জাতীয় সংহতি এবং অনগ্রসরদের কল্যাণ নিয়ে এই আধ ঘণ্টার অনুষ্ঠানটি সম্প্রচার করা যেতে পারে।