টিকার নেওয়ার জন্য নথিভুক্তি করতে এবং স্লট বুকিং করার জন্য কেন্দ্রের তরফে তৈরি করা ‘কোউইন’ পোর্টাল থাকতেও, বাংলার জন্য আলাদা করে আরেকটা পোর্টাল ‘বেনভ্যাক্স’ কেন? , এমনটাই প্রশ্ন তুললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে এ ব্যাপারে অভিযোগও করলেন। বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের জানান যে, কেন্দ্রের তরফে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরও দুটি রাজ্যে এইভাবে নিজস্ব পোর্টাল চালু করা হয়েছিল, কেন্দ্রের তরফে ওই দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে।
বেশ কয়েকদিন ধরে বাংলার তরফে দাবি করা হয়েছে যে, বাংলায় বেশি টিকা পাঠানো হচ্ছে না। সঙ্গে এও অভিযোগ করা হয়েছে যে, বাংলার থেকে ছোট রাজ্যগুলিকে বেশি পরিমাণ টিকা পাঠানো হলেও, বাংলায় পাঠানোর সময় তা পরিমাণে কম হয়ে যাচ্ছে, কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম সহ একাধিক নেতারা এই অভিযোগ করেছেন। এদিকে, শুভেন্দু এই অভিযোগ অস্বীকার না করলেও, অনেকটা ঘুরিয়ে কান ধরার মতো ব্যাপারটি করলেন। তিনি বললেন, “পশ্চিমবঙ্গ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে। আরও যাতে পায় এবং দ্রুত টিকাকরণ সম্পন্ন করা হয় তার জন্য আমি অনুরোধ করেছি। যাতে রাজ্যে আরও বেশি বেশি করে টিকা পৌঁছে দেওয়া যায় জনস্বার্থে”।
বৃহস্পতিবারে, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গেও কথা বলেছেন। তাঁরা একে অপরের সঙ্গে প্রায় ১৫ মিনিটের মতো কথাও বলেছেন। ঠিক যে সময়ে আদালতে নন্দীগ্রামের নিয়ে মামলা চলছে, সেই সময়ে সলিসিটর জেনারেল ও শুভেন্দুর সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।