সম্প্রতি কংগ্রেসের তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রাজস্থানের আলওয়ারে। সেই জনসভাতেই উপস্থিত থেকে মল্লিকার্জুন খাড়গে নামোল্লেখ না করে আপত্তিকর মতব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কেন্দ্র করে। এই ঘটনার জেরেই এবার উত্তাল হল সংসদ। ক্ষমা চাওয়ার দাবি করা হল বিজেপির তরফে।
আরো পড়ুন : তদন্তের নামে হয়রানির শিকার হতে পারেন! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জিতেন্দ্র পত্নী
রাজস্থানের জনসভায় মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, “উনি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য় গোপন করছে। বিজেপিকে আক্রমণ করে তিনি সুর চড়ান, আপানাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা দেশভক্ত বলে দাবি করেন। আর আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়”।
এরপরে ক্ষমা চাওয়ার দাবি তুলে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “আলওয়ারে বিরোধী দলনেতা আপত্তিকর মন্তব্য করেছেন। যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটা দুর্ভাগ্যজনক। ভিত্তিহীন কথা তিনি বলছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে”। যদিও, এই বিষয়ে ক্ষমা চাইবেন বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা।