শত্রুদের ট্যাঙ্ক মোকাবিলায় এবার নতুন অস্ত্র হাতে পেল ভারতীয় সেনা। এই মুহূর্তে প্রয়োজন মেটাতে সীমিত সংখ্যক ইজরায়েলি স্পাইক অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল পেল সেনা। ডিআরডিও তৈরি দেশীয় প্রযুক্তির মানব চালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না হওয়া পর্যন্ত এই অস্ত্রকে সেনা কাজে লাগাবে বলে জানা গেছে।
প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল এবং এক ডজন লঞ্চার পাবে সেনা। দিনদশেক আগেই ভারতে এসে গিয়েছে সেগুলো।
পাকিস্তানের সঙ্গে চলা প্রতিনিয়ত চাপা উত্তেজনার মধ্যেই অত্যন্ত জরুরি ভিত্তিতে এই অস্ত্র ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হলো। ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন ফায়ার এন্ড ফরগেট স্পাইক কিনল ভারত। এগুলি ৪ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডিআরডিও তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল কিলার তৈরি না হওয়া পর্যন্ত ইজরায়েলী ট্যাংক কিলার ব্যবহার করা হবে জানা গেছে।