অর্থনীতিতে ভরাডুবি চলছে বিশ্বের প্রায় সবকটা দেশেরই। তবে এর মধ্যেও ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীলই থাকবে। এমনটাই জানাল আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
গত বছর মহামারী-জনিত মন্দা থেকে সাময়িক পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু ২০২২ সালে ফের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। পরপর বেশ কয়েকটি ধাক্কায় বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাত অন্যতম কারণ। বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম বেড়েছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি অর্থবর্ষের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এর আগে এপ্রিলে বৃদ্ধির পূর্বাভাস ৮.২ শতাংশ ঘোষণা করা হয়েছিল। পরে সেখান থেকে কমিয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৮ শতাংশ থেকে কমিয়ে ৬.১ শতাংশ করেছে।
পাশাপাশি আইএমএফ এও জানিয়েছে, ভারত ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটির স্থান ধরে রাখবে।