সনিয়া গান্ধী যে প্রধানমন্ত্রী না হয়েও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবন ১০ জনপথ দখল করে রেখেছেন, সেন্ট্রাল ভিস্টা তৈরি হলে সেই undue privilege টি রাজীবঘরণীর আর থাকবে না

সেন্ট্রাল ভিস্টা নিয়ে কংগ্রেসের সমস্যার একটা কারণ আছে। ১০ জনপথ বেরিয়ে যাবে ভিস্টার বাইরে। ভিস্টার মধ্যে থাকবে শুধু প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাসভবন। লেফট্-ইসলামিক cabal একে মোদীর বাড়ি বা মোদীমহল বলছে ঠিকই কিন্তু ওটি আদতে প্রধানমন্ত্রীর বাড়ি। মোদী যখন প্রধানমন্ত্রী থাকবেন না, তখনই ওটা আর মোদীর বাড়িও থাকবে না।

কিন্তু…

সনিয়া গান্ধী যে প্রধানমন্ত্রী না হয়েও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবন ১০ জনপথ দখল করে রেখেছেন, সেন্ট্রাল ভিস্টা তৈরি হলে সেই undue privilege টি রাজীবঘরণীর আর থাকবে না। রাজীবপুত্রকেও বেরিয়ে যেতে হবে আকবর রোডের বাড়ি থেকে, থাকতে হবে সাধারণ একজন সাংসদের যে বাসস্থান প্রাপ্য হয় সেইপ্রকার বাসস্থানে। সেন্ট্রাল ভিস্টা মাইনো, গান্ধীদের রাজপরিবারের undue প্রিভিলেজ থেকে বঞ্চিত করবে।

আপত্তির আদত কারণ সেইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.