উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান, করোনাভাইরাসের গ্রাসে ত্রস্ত ইরান থেকে ভারতে ফিরলেন ৫৩ জন ভারতীয় নাগরিক। ইরানের তেহরান এবং শিরাজ থেকে ৫২ জন পড়ুয়া এবং একজন শিক্ষককে নিয়ে সোমবার ভোরে রাজস্থানের জয়সলমের-এ পৌঁছয় বিশেষ বিমান। ভারতে ফিরে আসা ৫৩ জনকে জয়সলমের শহরে অবস্থিত সেনাবাহিনীর ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সোমবার ইরান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৫৩ জনকে, ৫৩ জনের মধ্যে ৫২ জন পড়ুয়া এবং একজন শিক্ষক।বিদেশ মন্ত্রী আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৮৯ জন ভারতীয়কে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সফলভাবে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় দল এবং ইরান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এস জয়শঙ্কর। প্রসঙ্গত, চিনের পরই করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা ইতালি ও ইরানে। ইরানে ইতিমধ্যেই ৭২৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা অন্ততপক্ষে ১৪ হাজার।
2020-03-16