এমার্জেন্সি ফাঁকা, পরিষেবা শিকেয় তুলে রান্নায় ব্যস্ত চিকিৎসক-নার্স, নওদার হাসপাতালে বেনজির ছবি

হাসপাতলে চিকিৎসার বদলে রমরমিয়ে চলছে ভুরিভোজ। জরুরী বিভাগে হাসপাতালে নার্স, চিকিৎসক কেউই নেই। সকলেই ব্যস্ত রয়েছেন রান্নায়। এমনই ছবি দেখা গেল নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, সেখানে গত শনিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকেশ সিং-এর বদলি হওয়ার উপলক্ষে খাওয়া-দাওয়া ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ইমারজেন্সি চিকিৎসা বিভাগ সম্পূর্ণ বন্ধ রেখেই চিকিৎসক থেকে শুরু করে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মেতে ওঠেন রান্নার আয়োজনে।

এদিকে হাসপাতালে মধ্যে রান্নার আয়োজন দেখে ক্রুদ্ধ রোগী ও রোগীর আত্মীয়রা। সূত্রের খবর, শনিবার ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নওদার ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকেশ সিংয়ের বদলি হওয়ার উপলক্ষে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাসপাতালের সকল চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালে অন্যান্য কর্মীরা। এই ঘটনার প্রসঙ্গ রোগীর পরিবার থেকে জানা গিয়েছে, খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় হাসপাতালের মধ্যেই। রীতিমতো ক্যাটারার দিয়ে চেয়ার-টেবিল আনিয়ে রান্নাবান্না করিয়ে জমিয়ে চলতে থাকে ভুরিভোজ। এদিকে, কারোরই রোগীদের দিকে কোন খেয়াল নেই। এমন ঘটনাকে ঘিরে এলাকার মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনার প্রসঙ্গে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ‘হাসপাতালের মধ্যে রান্নাবান্না, খাওয়া-দাওয়া করা একেবারেই ঠিক হয়নি। এই অনুষ্ঠান উপলক্ষে এমার্জেন্সি বিভাগের কোন চিকিৎসক, নার্স কেউ ছিলেন না। এর ফলে হয়রানির শিকার হতে হয়েছে আমাদের ও অন্যান্য রোগী এবং রোগীর আত্মীয়দের।’ ওদিকে স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘ছোট্ট করে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হাসপাতালে কর্মীদের নিয়ে। তবে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.