চেন্নাইয়ের তাঞ্জাভুর থেকে উদ্ধার করা হল, একটি পান্নার ছোট্ট শিবলিঙ্গ। জানা গিয়েছে, প্রাচীন শিবলিঙ্গটি এক বৃদ্ধার কব্জায় ছিল। একটি ব্যাঙ্কের লকার থেকে চেন্নাইয়ের সিআইডি আধিকারিকেরা, পান্নার এই শিবলিঙ্গটি উদ্ধার করে। বর্তমানে এই শিবলিঙ্গ উদ্ধারকে ঘিরে চেন্নাইয়ের তাঞ্জাভুরে ব্যাপক শোরগোল উঠেছে।
জানা গিয়েছে, পান্নার এই শিবলিঙ্গটি বর্তমানে বাজারমূল্য কমপক্ষে ৫০০ কোটি টাকা। শিবলিঙ্গটি উচ্চতায় আট সেন্টিমিটার। ওজন মাত্র ৫৩০ গ্রাম। পুলিশের অতিরিক্ত ডিজি’র দাবি, দক্ষিণ ভারতের কোন একটি মন্দির থেকেই এই শিবলিঙ্গটি চুরি করা হয়েছে। প্রসঙ্গত, আশির দশকের শেষের দিকে বেশ কিছু প্রাচীন মূর্তি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরি যাওয়া মূর্তিগুলির সঙ্গে শিবলিঙ্গ ছিল কিনা, সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে, বলে জানা গেছে।
গোপন সূত্র মারফত, এই শিবলিঙ্গটির খবর পান চেন্নাইয়ের সিআইডি আধিকারিকরা। জানতে পারেন, এক বৃদ্ধ ব্যক্তির কব্জায় রয়েছে, একটি বহুমূল্য পান্নার শিবলিঙ্গ। খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় সিআইডি আধিকারিকেরা। তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের অতিরিক্ত ডিজিকে সঙ্গে নিয়ে। বয়স্ক সামিয়াপ্পানকে সামনে না পেয়ে, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ছেলে অরুণ জানায়, তার বাবা একটি প্রাচীন শিবলিঙ্গ রেখে এসেছেন ব্যাঙ্কের লকারে। এর বেশি কিছু তিনি জানেন না। এরপর দ্রুত পাড়ি দেওয়া হয় ব্যাঙ্কে। সেখান থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।