জেহাদের সমর্থনকারী বইয়ের প্রকাশনী সংস্থার অফিস তালা ঝুলিয়ে দিলো ফরাসি সরকার, খেপে আগুন মুসলিমরা।
ফ্রান্সের নামী মুসলিম প্রকাশনী সংস্থা ” নেয়া এডিশন ” (Neya Edition) বন্ধ করেদিল ফ্রান্স সরকার(France government)।
ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তারা ঘটা করে জিহাদের প্রচার করছিলো।
ফ্রান্সের অভন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডারমানীন জানান, ” এই বেয়াদপি বরদাস্ত করা হবেনা ۔ এই ধরণের চিন্তা ভাবনা বা দর্শন সভ্যতার ও ফরাসি মননের পরিপন্থী।”
এই প্রকাশনী সংস্থাটি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের অরিয়েগে (Ariege) শহরে অবস্থিত।
ফ্রান্স সরকারের তরফে আরো জানানো হয়েছে যে শুধু প্রকাশনী সংস্থা বন্ধ করা নয় , যে ব্যক্তি বা সংস্থা জিহাদকে সমর্থন করবে তাদের সম্পত্তিও এবার কেড়ে নেবে ফরাসি সরকার।
এদিকে এস ইদ্রিস(S Idriss) যিনি ফ্রান্সের এক মুসলিম এন জি ও (Muslim NGO) র কর্ণধার তিনি জানিয়েছেন যে ফরাসি সরকার আসলে ইসলাম ও মুসলিম বিরোধী তাই এই কাজ করছেন।
তাঁর এই বক্তব্যে চটে লাল ওই দেশের জনসাধারণ ।