সোমবার থেকে শুরু হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ৩দিনের নির্বাচনী প্রচার৷ সেই প্রচার ঘিরে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি৷ এবার কংগ্রেসকে নিশানা করে তোপ দাগলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা৷ তাঁর মতে নির্বাচন প্রক্রিয়াকে কংগ্রেস নিছকই মজা হিসেবে নেয়৷
দীনেশ শর্মা কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বোট সফরকে৷ তিনি বলেন, নেত্রীর নৌকা বিহার দেখে মনে হচ্ছে যেন পিকনিক করতে বেরিয়েছেন৷ নির্বাচনের সময়েই এদের দেখা যায়৷ এনারা আসেন, পিকনিক করেন আর চলে যান৷ আবার পাঁচ বছর পরে এদের দেখা যায়৷
কংগ্রেস নেত্রীর নৌকাবিহার নিয়ে তাঁর মন্তব্য রাজারা যেমন নৌকায় ভ্রমণ করতেন, অবসর সময় কাটাতেন, এঁদের ভাবভঙ্গীটাও তেমনই৷ অবশ্য এদের নৌকা বিহারটা প্রচার সস্তা হাতিয়ার ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন তিনি৷ উত্তরপ্রদেশে কংগ্রেস যতই চেষ্টা করুক, কিছুই লাভ হবে না বলেই আত্মবিশ্বাসী তিনি৷
একই সঙ্গে দীনেশ শর্মা তুলোধনা করেছেন সপা-বসপা জোটকেও৷ কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷ এদিকে, উত্তর প্রদেশে জোট হচ্ছে না বলে জানিয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ তবে সপা সুপ্রিমো অখিলেশ সিং যাদব ও বসপা নেত্রী মায়াবতী পরস্পর হাত মিলিয়ে নিয়েছেন৷ এই জোট চেয়েছিল কংগ্রেসও তাদের সঙ্গে আসুক৷ প্রাথমিকভাবে কংগ্রেস আসন ভাগাভাগির হিসেবে মেনে নিতে রাজি হয়নি৷ বদলে একলাই লড়ার ডাক দিয়েছিল৷
তবে পরে লখনউতে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানান, সাতটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে অখিলেশ যাদব ও মায়াবতীকে৷ এর আগে তাদের তরফে আমেঠি ও রায়বেরিলির মতো কংগ্রেসের ঘরোয়া আসনে প্রার্থী দেবেনা বলে জানায় সপা ও বসপা৷