২০১৯ নির্বাচনে কংগ্রেস হারলেও সেটা বড় ব্যাপার নয়, কারণ নির্বাচনে হার জিত থাকবেই। কিন্তু রাহুল গান্ধী যদি আমেঠি লোকসভা নির্বাচনে লড়াই করে হেরে যায় তাহলে কংগ্রেসের কি হবে সেটাই ভাবার বিষয়। কংগ্রেসের সভাপতি যদি নির্বাচন হেরে যায় তাহলের দলের অস্থিত সংকটে পড়ে যাবে। কংগ্রেস এখন এই চিন্তাতেই ভুগছে যে পার্টি সভাপতি রাহুল গান্ধী যদি লোকসভায় নিজে জিততে না পারে তবে কি হবে।
এই চিন্তাতে কংগ্রেস পার্টি ভেতর থেকে কাঁপতে শুরু করেছে। কংগ্রেস পার্টি এখকন রাহুল গান্ধীর জন্য নানা বাহানা দিতে শুরু করেছে। আমেঠি থেকে বিজেপি এবার স্মৃতি ইরানি বা অন্য কোনো শক্তিশালী পার্থীকে দাঁড় করাবে। এই কারণে রাহুল গান্ধী আমেঠি থেকে না দাঁড়ানোর সিধান্ত নিয়ে ফেলেছে। যেখানে হিন্দু সংখ্যা কম আছে সেখানে রাহুল গান্ধী পার্থী হিসেবে দাঁড়াতে পারেন। কেরলের বিজেপি সভাপতি এম রামাচন্দ্রান বলেছেন যে রাহুল গান্ধী ওয়ানাদ আসন থেকে নির্বাচন লড়বেন।
একই সাথে কংগ্রেসের রাষ্ট্রীয় প্রবক্তা বলেছেন যে রাহুল গান্ধীকে দক্ষিন ভারতের আসন থেকে পার্থী করা হবে। স্মৃতি ইরানি বলেছেন যে রাহুল গান্ধী আমেঠি থেকে পালানোর জন্য লেগে পড়েছেন। কেরলের কোনো মুসলিম, খ্রিস্টান বহুল এলাকা থেকে রাহুল গান্ধী দাঁড়াতে পারে বলে দাবি উঠছে যার মধ্যে কংগ্রেস পার্টির তরফ থেকে ওয়ানাদ আসনের নাম সামনে আনা হয়েছে। বিজেপি সমর্থকদের দাবি, রাহুল গান্ধী হেরে যাওয়ার ভয়েতে আমেঠি থেকে পলায়ন করে অন্য আসন থেকে লড়তে চাইছেন।