পাখির চোখ রাজধানী। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তিনি জানান, দিল্লি বিধানসভার ভোটগ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। প্রথম দফাতেই গোটা দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হবে। ৭০টি বিধানসভা আসন রয়েছে দিল্লিতে। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়াতে আজ সোমবার থেকেই আদর্শ নির্বাচনি বিধি কার্যকর হয়ে যাচ্ছে।
দিল্লির বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের কাছেও বড় চ্যালেঞ্জ নিজেদের গড় আগলে রাখাটা।
বারবার দিল্লি আপের হাত থেকে ছিনিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি। সেখানে নিজেদের গড় আগলে রাখাটা আম আদমি পার্টির কাছে চ্যালেঞ্জের তো বটেই।
ফলে দিল্লি বিধানসভার নির্বাচন বিজেপি এবং আমআদমির কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট।
গত একবছরে পাঁচ রাজ্যে ক্ষমতা হারিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ নিয়ে দিল্লির ক্ষমতায় আসলেও একের পর এক ধাক্কা বিজেপি শিবিরে। হাতছাড়া হয়েছে বহু রাজ্য। নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি সহ একাধিক ইস্যুতে কোনঠাসা অবস্থায় বিজেপি। এই অবহেই দিল্লিতে বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় দিল্লি আপের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্নের।