বুথের ভেতর রাজ্য পুলিশের গতিবিধি আটকাতে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। দলের রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই আমাদের। অতীতে দেখেছি রাজ্য পুলিশ বুথের মধ্যে ঢুকে তৃণমূলকে সাহায্য করছে। তাই এবারের লোকসভায় বুথের মধ্যে রাজ্য পুলিশের ঢোকা আটকাতে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি। জাতীয় নির্বাচন কমিশনার সুনীল আরোর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলার জন্য ইতিমধ্যে একটি চিঠি পাঠান হয়েছে।
আমরা কমিশনারের কাছে দাবি জানাবো, রাজ্য পুলিশ যেন বুথের ১০০ মিটারের বাইরে থাকে। ভোটের দিন লাইন দেখা থেকে শুরু করে সচিত্র পরিচয়পত্র দেখে নেওয়ার কাজ—সবটাই করুক কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দাবি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দিল্লি অফিসে যাওয়া হবে বলে জানান কৈলাস বিজয়বর্গীয়।